মুম্বই, ৬ নভেম্বর (হি. স.) : শনিবারে থমকে পেট্রলের দাম। একই ভাবে দেশজুড়ে আটকে রইল ডিজেল। সারাদেশে শুক্রবারের দামেই এদিন বিকোচ্ছে পেট্রল ও ডিজেল।
দীপাবলির ঠিক আগে পেট্রল-ডিজলের উপর এক্সাইজ ডিউটি কমিয়েছিল কেন্দ্র। যার ফলে প্রায় ১২ টাকা সস্তা হয় প্রতি লিটার ডিজেল ও ৬ টাকা দাম কমে যায় লিটারপ্রতি পেট্রলেরও। কেন্দ্রের এই পদক্ষেপের পরে দেশের মোট ২২টি রাজ্য সরকারও পদক্ষেপ নেয়। পেট্রল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারগুলি। ফলে দীপাবলির মধ্যে অনেকটাই সস্তা হয়ে যায় পেট্রল ও ডিজেল। ওড়িশা, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে জ্বালানির দাম অনেকটাই কমে যায়। শুক্রবারের সেই দাম বজায় রইল শনিবারও।
চেন্নাইতে পেট্রলের দাম কমেছে আগের দিনের তুলনায়। আগের দিন চেন্নাইতে লিটারপ্রতি পেট্রলের দাম ছিল ১০১.৫১ টাকা। শনিবার সেই দাম রয়েছে ১০১.৪০ টাকা। সামান্য কমেছে দাম। পাশাপাশি ডিজেলের দাম ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৯১.৪৩ টাকা প্রতি লিটার। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম রয়েছে ১০৯.৯৮ টাকা প্রতি লিটার। আবার ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে ৯৪.১৪ টাকা প্রতি লিটার।