নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ বুধবার সারাদেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ বুধবার আগরতলায় ছাত্রযুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর পতাকা উত্তলন এবং শহিদের প্রাতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷
এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক এবং সম্পাদক নবারুন দেব সহ অন্যান্যরা৷ ছাত্র-যুব ভবনের সামনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে ডিআইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠন বিগত ৪১ বছর ধরে কাজ করে আসছে৷ রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের ফ্যাসবাদী মানসিকতায় যুবসমাজ রীতিমতো বিভ্রান্ত৷ দেশের সংবিধান আক্রান্ত৷ গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে দেওয়ার চক্রান্ত চলছে৷ এসব চক্রান্ত প্রতিহত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং কাজ ও খাদ্যের অধিকার নিশ্চিত করার দাবিতে আজকের দিনে যুবসমাজ শপথ গ্রহণ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷
রাজ্যের অন্যান্য স্থান থেকেও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ৪২ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার খবর মিলেছে৷