Young man died in Dharmanagar : কালী মন্দিরে প্রণাম করতে ট্রেক অতিক্রমের সময় রেলে কাটা পড়ে ধর্মনগরে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ নভেম্বর৷৷ প্রাত ভ্রমনে বেরিয়ে ধর্মনগর শিলচরগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের৷ মৃত যুবকের নাম অভিমান দে(৩২)৷ ঘটনা ধর্মনগর মহকুমার কামেশ্বর কালীবাড়ি সংলগ্ণ এলাকায়৷রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷
ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার সাতসকালে উত্তর জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকার জনৈক যুবক অভিমান দে প্রাত ভ্রমনে বেড় হয়৷ প্রাত ভ্রমন করার সময় স্থানীয় একটি কালি মন্দিরে প্রনাম করতে যাবার জন্য রেল রাস্তা পার হচ্ছিল৷ রেল রাস্তা পার হবার সময় ধর্মনগর থেকে শিলচর গামি একটি মালবহি রেল এসে পড়ে৷ হঠাৎ করে রেল এসে পড়াতে সে রেলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ধর্মনগর থানার পুলিশ সহ জি আর পি পুলিশ এসে মৃত দেহটি উদ্বার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গ নিয়ে আসে ময়না তদন্তের জন্য৷


এদিকে স্থানীয় জনগন জানান, কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের জনগন অভিযোগ করে বলেন, তাদের গ্রামে আসা যাওয়া করতে হলে এই রেল রাস্তার উপর দিয়ে যাতায়ত করতে হয়৷ তাছাড়া এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রচুর সুকল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে৷ রেল দপ্তর রাস্তার দুই দিকে খুঁটি মেরে রেখে দিয়েছে যাহাতে কেউ যাতায়ত করতে না পারে৷
গ্রামের জনগন আরো অভিযোগ করে বলেন, তারা রাজ্য সরকার থেকে শুরু করে রেল দপ্তরকে বেশ কয়েকবার চিটি দিয়েছেন, যাহাতে উক্ত এলাকাতে জনগনের যাতায়তের জন্য বিকল্প ব্যাবস্তা করে অথবা লেভেল ক্রসিং এর ব্যাবস্তা করার জন্য৷ কিন্তু আজ পর্যন্ত এর কোন ব্যাস্তা করা হয়নি৷ এই এলাকাতে লেভেল ক্রসিং না থাকাতে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটন ঘটেছে৷ এদিকে প্রাত ভ্রমনে বেড়িয়ে বত্রিশ বছরের যুবক রেলে কাটা পড়ে মৃত্যূতে এলাকাতে গভীর শোকের ছায়া নেমে আসে৷ এলাকাবাসীর অবিযোগ রেলে দপ্তরের খামখেয়ালিপনার কারনে এই এলাকাতে দুর্ঘটনা ঘটেই চলেছে৷