কাবুল, ২ নভেম্বর (হি.স.): সন্ত্রাসী হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার কাবুল শহরের পুলিশ জেলা ১০ একালে দু’টি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি হয় সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালের একেবারে সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় হাসপাতালের কাছেই একটি এলাকায়। বিস্ফরণস্থল থেকে এলোপাথাড়ি গুলির শব্দও শোনা যায়। কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের এবং কমপক্ষে ৫০ জন জখম হয়েছেন।
আভ্যন্তরীন মন্ত্রকের মুখপাত্র সাঈদ খোস্তি জানিয়েছেন, একটি বিস্ফোরণ হয় সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালের গেটের সামনে। বিস্ফোরণের পরই গুলির শব্দ শোনা যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে এবং জখম অবস্থায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।