Trinamool may announce candidates : আজ প্রার্থী ঘোষণা দিতে পারে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা চরমে উঠেছে৷ বিভিন্ন দলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা দিয়েই মনোনয়ন পত্র জমা দয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷


কিন্তু, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়নি৷ যদিও খোয়াই এবং উত্তর জেলায় কয়েকজন প্রার্থী তৃণমূলের বলে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ তবে দলের রাজ্য কমিটির কিংবা কেন্দ্রীয় কমিটির কোন নেতৃত্বই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি৷ তবে একটি সূত্রে জানা গিয়েছে আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা দেয়া হবে এবং মনোনয়নপত্রও জমা দেয়া হবে৷ এই প্রার্থী তালিকায় নাকি বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর একাংশ রয়েছেন৷ আগামীকাল আগরতলায় মিছিল করে মনোনয়নপত্র দাখিল করতে দেখা যেতে পারে তৃণমূলের প্রার্থীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *