নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুর ও কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর মধ্যে সরাসরি ইন্ডিগো বিমানের শুভসূচনা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর ফলে কানপুর থেকে প্রতি সপ্তাহে বিমান চলাচল ২০ থেকে বেড়ে ৪১ হবে। ইন্ডিগোর পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, কানপুরকে মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের সঙ্গে সংযুক্ত করে এমন ছ’টি নতুন বিমান শুরু করা হয়েছে। রবিবার ছাড়া প্রতিদিনই উড়বে এই বিমানগুলি।
কানপুর হল ৭১ তম অভ্যন্তরীণ শহর, যা ইন্ডিগো ফ্লাইট দ্বারা যুক্ত। এদিন কানপুর ও বেঙ্গালুরুর মধ্যে ইন্ডিগো বিমানের শুভসূচনা করার পর টুইট করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, কানপুর থেকে বেঙ্গালুরু সরাসরি বিমান চালু হয়েছে। কানপুর যাতে “প্রাচ্যের ম্যানচেস্টার” উপাধি পায়, সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা হল কানপুর একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।