লখনউ, ১ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ভোটে লড়ার পরিবর্তে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর সঙ্গে জোটকেই তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। সোমবার অখিলেশ নিজেই জানিয়েছেন, উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। তিনি জানিয়েছেন, “আরএলডি-র সঙ্গে আমাদের জোট চূড়ান্ত। আসন ভাগাভাগি চূড়ান্ত হবে।”
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আজমগড়ের সাংসদও। তিনিই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও। তিনি জানিয়েছেন, আসন্ন ভোটে লড়ার ইচ্ছে নেই তাঁর। শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টিকে ভোটে নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, আমার কোনও সমস্যা নেই। তাঁকে এবং তাঁর লোকজনকে যথাযথ সম্মান দেওয়া হবে।”