কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বেলা বাড়তেই আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও বাড়ছে শহরবাসীর। যদিও সন্ধের পর থেকেই নামতে শুরু করছে তাপমাত্রা। তবে ফের নিম্নচাপের কারণে রাজ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এদিকে উত্তরবঙ্গে ভোর এবং রাতের দিকে বজায় থাকছে হালকা শীতের আমেজ। যদিও বেলা বাড়তেই কিছুটা চড়ছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। তার জেরেই শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎও লক্ষ্য করা যেতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক এবং শুষ্ক থাকবে। শনি ও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। পাশাপাশি উত্তরবঙ্গে ভোর এবং রাতের দিকে বজায় থাকছে হালকা শীতের আমেজ। যদিও বেলা বাড়তেই কিছুটা চড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই শুষ্ক আবহাওয়া বেশ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। বঙ্গবাসী এই সপ্তাহের শেষেই শীতের আমেজ টের পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অবশ্য হেমন্তের আবহাওয়া অনুভব করা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে ঠান্ডা পরিবেশ জানান দিচ্ছে শীত আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এবছর জাঁকিয়ে পড়বে শীত। বর্ষার মতোই এবছর বেশিদিন স্থায়ী হবে শীতও। এদিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি
2021-10-29