নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ আগস্ট৷৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী৷ ঘটনা কাকড়াবন থানার অন্তর্গত তুলামুড়া আউট পোষ্টের অন্তর্গত তুলামুড়া জগন্নাথ বাড়ি রোডে৷ মৃত ব্যক্তির নাম উত্তম ঘোষ৷ বয়স আনুমানিক ৫২ বছর৷ পেশায় ব্যবসায়ী৷ নিজ বাড়িতেই ব্যবসা করেন৷ আজ দুপুরে বাইসাইকেল নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে কমান্ডার গাড়ির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পরেন এবং কমান্ডার গাড়ির পেছনের চাকার নীচে পড়ে যান৷
গাড়ির চালক কিছু বোঝার আগেই পেছনে বেগ গিয়ার দেন৷ এতে প্রয়াত উত্তম ঘোষের মাথা থেঁতলে যায়৷ সংবাদ সূত্রে জানা যায় সোমবার দুপুরের পর বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বাইসাইকেল নিয়ে বাজারে গিয়েছিলেন উত্তম ঘোষ৷ বাজারে কাজ সেরে বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে হঠাৎ করে টি আর-০১ -৪৪৫১ নাম্বারের একটি কমান্ডার গাড়ি বাইসাইকেলটিকে সামনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়৷ সাথে সাথে উত্তম মাটিতে লুটিয়ে পড়ে৷ মাটিতে পড়ে যাওয়ার পর রক্ত বের হতে থাকে উত্তমের মাথা থেকে৷
মুহূর্তের মধ্যে বাজারে থাকা ব্যবসায়ীরা এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে৷ পরবর্তী সময় উত্তমকে তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷ তার অবস্থা বেগতিক দেখে তুলামুড়া হাসপাতালে থাকা কর্তব্যরত ডাক্তার তড়িঘড়ি টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতালে উত্তম ঘোষকে রেফার করেন৷ উত্তম ঘোষকে টেপানিয়া হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু কোলে ঢলে পড়েন৷ তারপর গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উত্তম ঘোষকে মৃত বলে ঘোষণা করেন৷
উত্তমের মৃত্যুর ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়ে তার গোটা পরিবার সহ গ্রামবাসীরা৷ তুলামুড়া আউট পোষ্টের পুলিশ ঘাতক কমান্ডার গাড়িটি চালক সহ আটক করতে সমর্থ হয়৷ উত্তম ঘোষের ছেলে উৎপল ঘোষ কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নং ৬০/২১৷ ধারা সংযুক্ত করা হয়েছে ২৭৯,৩০৪(এ)আই পি সি এবং মোটর ভেহিক্যাল আইনের ১৮৪ ধারা৷ উত্তম ঘোষের মৃত্যুতে গোটা তুলামুড়া কাকড়াবন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

