রাজ্যে এলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, সহযোগী প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সারলেন পর্যালোচনা

আগরতলা, ২৭ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম রাজ্যে এলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ। বিমান বন্দরে নেমেই তিনি উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন। উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা ও বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা তাঁকে বিমান বন্দরে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানালেন। রাজ্য অতিথিশালায় গিয়ে তাঁর সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের সহযোগী প্রকল্পগুলির কাজের অগ্রগতির পর্যালোচনা করেছেন। আজ তিনি মোহনপুরে ১৮৯.৫৭ কোটি ব্যয়ে ১২টি প্রকল্পের উদ্বোধন করবেন।


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর এক টুইট বার্তায় বলেন, আজ সকালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণকে অভ্যর্থনা জানিয়েছি। তাঁর সাথে বিভিন্ন সহযোগী প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনার সাথে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সার্বিক উন্নতির জন্য আলোচনা করেছি। এদিনই কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ সহযোগী প্রকল্পগুলির কাজের পর্যালোচনা করলেন। পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা, মুখ্য সচিব কুমার অলক সহ ত্রিপুরা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।


এ-বিষয়ে এক টুইট বার্তায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী বলেন, জাইকার আর্থিক সহায়তায় সাস্টেইনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এডিবির আর্থিক সহায়তায় ত্রিপুরা আরবান এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট, বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় নর্থ ইস্টার্ন রিজন পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইত্যাদি রাজ্যের সহযোগী প্রকল্পের অধীনে রয়েছে। এই সহযোগী প্রকল্পগুলি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিকাঠামো, বিদ্যুত এবং জীবনজীবিকায় সহায়তার জন্য রাজ্যের সার্বিক উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। তাঁর কথায়, আজ ত্রিপুরায় এসেই ওই সহযোগী প্রকল্পগুলির কাজের অগ্রগতির পর্যালোচনা করেছি। মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট আধিকারিকরা ওই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে সমস্ত বিষয়ে অবগত হয়েছি।


প্রসঙ্গত, দুই দিনের ত্রিপুরা সফরে এসেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ। আজ তিনি গান্ধীগ্রাম কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি মোহনপুরে ৮০ হাজার বাড়িতে জলের সংযোগের প্রকল্প সহ ১৮৯.৫৭ কোটি টাকা ব্যয়ে মোট ১২টি প্রকল্পের উদ্বোধন করবেন। এদিকে, আজ সন্ধ্যায় তিনি ত্রিপুরায় স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে যাবেন। তাঁর সাথে দেখা করে কুশল বিনিময় করবেন। আগামীকাল তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবেন। তারপর মহিলা পরিচালিত স্ব-সহায়ক গোষ্ঠির সাথে দেখা করবেন তিনি। এরপর তিনি আমার প্যাড আমার অধিকার প্রকল্পের সূচনা করবেন। এছাড়া, প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সাত বছর পূর্তিতে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের মোবাইল এটিএম ভ্যানের সূচনা করবেন তিনি। আগামীকালই তিনি দিল্লি ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *