Trying to drown the BJP : রাজ্যে প্রশাসন ও দলীয় ক্ষেত্রে কিছু অত্যুৎসাহী বিজেপিকে ডুবাতে চাইছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্যে বিজেপি-আইপিএফটি জোটের ক্ষমতারোহণে প্রায় পৌণে চার বছর হয়েছে৷ এই সময়কালের মধ্যে সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা বিজেপি দলকে রীতিমতো কালিমালিপ্ত করছে৷


বিরোধী দলের নেতা- কর্মীরা প্রায়ই আক্রান্ত হচ্ছেন৷ বাড়ি-ঘরে হামলা হুজ্জুতি চালানো হচ্ছে৷ প্রতিটি ক্ষেত্রেই আক্রান্তদের তরফ থেকে একটি বক্তব্য পেশ করা হচ্ছে বিজেপির কিংবা শাসক দলের দুসৃকতিরা এসব ঘটনাগুলি ঘটাচ্ছে৷ তথ্য তল্লাসীতে অনেকক্ষেত্রেই আক্রান্তদের অভিযোগের কিছুটা হলেও সত্যতা প্রকাশে আসছে৷ কিন্তু, কারা এই দুসৃকতি৷ দেখা গিয়েছে, কিছু অত্যুৎসাহীরা বিজেপিকে ডুবাতে চাইছে৷


সম্প্রতিকালে বেশ কয়েকটি ঘটনাকে ঘিরে জনমনে রেখাপাত করেছে৷ বিশেষ করে একরাতে মোহনপুরে এগারটি বাড়িতে হামলা-ভাঙচুর, এর আগে খোয়াইয়ে হামলা ভাঙচুরের ঘটনাগুলি শাসক দলের ওই অত্যুৎসাহীদের দ্বারাই সংগঠিত হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি৷


এভাবে যদি চলতে থাকে তাহলে এই অল্পসংখ্যকের কৃতকর্মের খেসারত শাসক দল বিজেপিকে কড়ায়গন্ডায় দিতে হবে৷ দলের ভাবমূর্তিতে বিনষ্ট করার পেছনে একটি অংশ অতি সক্রিয় রয়েছে বলেও খবর৷ তবে, যতই দিন যাচ্ছে এই অত্যুৎসাহীরা শাসক দলের শিরঃপীড়া হয়ে উঠছে বলে দলেরই একটি অংশ উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *