ভোর তখন চারটে, মুম্বই বিমানবন্দরে সলমনকে আটকে দিলেন সিআইএসএফ অফিসার

মুম্বই, ২০ আগস্ট (হি.স.): ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে, মুম্বই বিমানবন্দরে বলিউড অভিনেতা সলমন খানের পথ আটকে দিলেন একজন সিআইএসএফ অফিসার। কিন্তু কেন? নির্দিষ্ট নিয়ম মেনে তবেই সলমন বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন বলে তাঁর রাস্তা আটকান ওই অফিসার। সিআইএসএফ অফিসারের এই ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনরা।

‘টাইগার-৩’ ছবির শ্যুটিংয়ের জন্য শুক্রবার রাশিয়ায় উড়ে যাচ্ছিলেন সলমন খান৷ বিমানবন্দরে সলমনকে এক ঝলক দেখার জন্য উপস্থিত ছিলেন তাঁর ভক্তরা। ভিড় এড়িয়ে সলমন যখন বিমানবন্দরে প্রবেশ করতে যান, তখনই তাঁর পথ আটকান বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে থাকা একজন সিআইএসএফ অফিসার। সলমনকে সিকিউরিটি চেক সম্পূর্ণ করতে বলেন তিনি। সলমনও নিয়ম মেনে সমস্ত কাজ করে তবেই বিমানবন্দরে প্রবেশ করেন৷ সলমন খানকে সিআইএসএফ অফিসারের পথ আটকানোর ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়৷ নেটাগরিকরা ওই সিআইএসএফ জওয়ানের প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *