নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। পরিস্থিতির কারণে বন্ধ করে রাখা লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে শুক্রবার ধর্মনগর রেল স্টেশন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে রেলস্টেশনে ধরনা সংগঠিত করা হয়। ধর্মনগর -আগরতলা এবং ধর্মনগর- শিলচরের মধ্যে সকাল বেলা লোকাল রেল চালুর দাবিতে শুক্রবার বিজেপি যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে ধর্মনগর রেলস্টেশনে ধর্নায় সামিল হলেন রাজ্য বিধান সভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন।
এই ধর্না সম্পর্কে বলতে গিয়ে উপাধ্যক্ষ জানিয়েছেন, তারা আজকে শুধু শান্তি পূর্ণ আন্দোলন করছেন ।কোন ধরনের রেল পথ অবরোধ অথবা রেল আটকে দেওয়া হচ্ছে না।শুধু মাত্র রেলওয়ের উর্ধতন কতৃপক্ষের নজরে সাধারণ মানুষের দাবী পৌছে দেওয়ার জন্যে আজকে তারা ধর্নায় সামিল হয়েছেন।তবে ইতিমধ্যেই যদি লোকাল ট্রেন চালু না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন উপাধ্যক্ষ। করোনা পরিস্থিতির কারণে রাজ্যেও আগরতলা ধর্মনগর এবং ধর্মনগর শিলচর লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি ডেমো ট্রেন চলাচল করছে। তাতে যাত্রীদুর্ভোগ চরমে ধারণ করেছে। সে কারণেই দ্রুত লোকাল ট্রেন চালু করার দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছেন।