Seriously injured by lightning : বিলোনীয়ায় বজ্রাঘাতে গুরুতর আহত কিশোরী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৫ আগস্ট৷৷ বিলোনিয়া এলাকায় নেতাজি সুভাষ নগর পঞ্চায়েত নিবাসী সুভাষ নগর এলাকার বাবুল পালের পুত্র রনি পাল৷ বৃহস্পতিবার বিকেলে- ১৫ বছর বয়সি রনি পালের শরীরে -আচমকা বজ্রপাতের ফলে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে রনি৷ সাথে সাথে এলাকাবাসীর তৎপরতায় নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷

কিন্তু চিকিৎসকরা ওর শারীরিক অবস্থা বেগতিক দেখে, উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন গোমতী জেলা হাসপাতলে এবং শেষ খবর পাওয়া অবধি সেখান থেকেও স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে৷ বর্তমানে রনি পাল জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে বলে জানা যায়৷ প্রত্যেক দিনের মতো আজকে দুপুরের খাওয়া শেষ করে- একটুখানি বিনোদনের আশায়, বাড়িতে বসে টিভি দেখার ইচ্ছা জাগলে, নিজ হাতে টিভি কানেকশন দিতে গিয়ে আচমকা বজ্রপাতের ফলে সারা শরীরের গুরুতরভাবে ঝটকা লেগে যায় রনির৷ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লে, পরিবার এবং এলাকার লোকজনেরা হতচকিত হয়ে দৌড়ঝাঁপ করে নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে৷