রায়পুর, ৫ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে ফের সক্রিয় হয়ে উঠল মাওবাদীরা। বৃহস্পতিবার সকালেই ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার ঘোতিয়ায় রাস্তায় পাতা আইইডি বিস্ফোরকে চাপ পড়তেই বিস্ফোরণ হয় একটি গাড়িতে। আইইডি ফেটে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন ১১ জন। রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘোতিয়ায় সকাল ৭.৩০ মিনিট নাগাদ আইইডি বিস্ফোরণটি ঘটে।
নারায়ণগঢ় থেকে দান্তেওয়াড়া যাওয়ার পথে ওই রাস্তায় আইইডি পাতা ছিল। একটি বলেরো গাড়ির চাপ পড়তেই তা বিস্ফোরণ হয়। সেইসময় গাড়িতে ছিলেন ১২ জন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও ১১ জন আহত হয়েছেন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, সকাল ৭.৩০ মিনিট নাগাদ ঘোতিয়ায় আইইডি ফেটে মৃত্যু হয়েছে একজনের ও ১১ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই পথ দিয়ে পুলিশের গাড়ি যাতায়াত করবে, এই তথ্য জেনেই আইইডি বিস্ফোরক পুঁতেছিল মাওবাদীরা। কিন্তু পুলিশের গাড়ির আগেই এসে যায় যাত্রীবোঝাই ওই বলেরো গাড়িটি।

