নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায় বাইক ও ম্যাক্সের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। আহতরা হলো বাইক চালক সাব্বির হোসেন(১৬) এবং বাইক আরোহী অজুন দাস(১৫) ও গাড়ি চালক কাবিল মিয়া। বাইক ও ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর ভাবে আহত হয়েছে দুজন। ঘটনা কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায়। আহত বাইক চালক সাব্বির হোসেন(১৬) এবং বাইক আরোহী অজুন দাস(১৫)।
জানা গেছে, বাইক চালক সাব্বির হোসেনের পায়ে এবং এবং শরীরের বিভিন্ন স্থানে ২০ টি সেলাই লাগে। অপরদিকে আহত হয়েছেন গাড়ি চালক কাবিল মিঞাও। জানা গেছে, বাইক চালক সাব্বির হোসেনের নিজ বাড়ি বক্সনগর । বাড়ি থেকে মোটর বাইকে করে কলমনগরস্থিত দাদুর বাড়িতে যাচ্ছিল ।সাথে তার প্রতিবেশী এক বন্ধুকে সঙ্গে নিয়ে যেতে গেলে দশ কলোনী এলাকায় পৌঁছতেই অপর দিক থেকে অর্থাৎ সোনামুড়ার দিক থেকে বক্সনগরের দিকে দ্রুত গতিতে আসা ম্যাক্স গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তাতে দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালক সহ আরোহী । গাড়ি চালকও আহত হয় । তবে ঘটনায় তিন জন গুরুত্বর ভাবে আহত হলেও অল্প বিস্তর আহত হয়েছেন গাড়িতে থাকা আরো বেশ কয়েকজন যাত্রী। আহত সকলকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বাইক চালক সাব্বির হোসেনের পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কুড়িটি সেলাই লেগেছে। বর্তমানে আহত সকলেই বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

