নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। এক মহিলা যাত্রীকে হেনস্থা করার অভিযোগে আঠারভোলা অটো স্ট্যান্ডে সোমবার বিকেল থেকেই তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটো চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলা যাত্রীর সাথে খারাপ আচরণ করার অভিযোগ নিয়ে উদয়পুর কিল্লা থানাধীন আঠার ভোলা মোটর স্ট্যান্ড এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকালে আঠার ভোলা মটরস্ট্যান্ড থেকে অটো দিয়ে উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ধ্বজনগর নেতাজি সুভাষ কলেজ সংলগ্ন এলাকায় অটো চালকের সঙ্গে ভাড়া নিয়ে যাত্রীর বচসা হয়।
অভিযোগ অটো চালক যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে। অটোচালকের নাম অন্তু দেবনাথ। বাড়ি উদয়পুর ইয়ুথ ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযোগ অটো চালককে বার বার বলা সত্ত্বেও মহিলাকে ধ্বজজনগর কলেজে সংলগ্ন এলাকায় নামিয়ে দেয়নি অটোচালক। অটো চালক দ্রুত গতিতে মহিলাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ওই মহিলা যাত্রী অটো থেকে ঝাঁপ দিয়ে নেমে যায়।এতে বেশ আহত হয় উপজাতি রমণী। সেখান থেকে নিজ বাড়ি আঠারভোলা ফিরে বাড়ির পরিজনদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ জানান।
পরিবারের লোকজন গোটা বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে আঠার ভোলা অটো স্ট্যান্ডে এসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে কয়েক শতাধিক যুবক জড়ো হয় ঘটনাস্থলে। বিকাল গড়িয়ে রাত পর্যন্ত কুড়িটি অটো আটকে রাখে স্ট্যান্ডে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কিল্লা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে বিশাল টিএসআর ও পুলিশ। বিক্ষুব্ধদের দীর্ঘক্ষণ বোঝানোর পর ওসির কাছ থেকে অভিযুক্ত অন্তু দেবনাথকে আটক করার আশ্বাস পেয়ে রাত ৮টা ৪০ মিনিটে আটককৃত কুড়িটি অটো ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে আঠার ভোলা এলাকায় এখনও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর জল বহুদূর পর্যন্ত গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশ অবশ্য পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।