নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। প্রগতির পথে আরও এক কদম এগিয়ে গেল ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগর নিয়ে ২০০০ কোটির অর্থনীতির স্বপ্নে গা ভাসাল দেবভূমি উত্তরাখন্ড। ত্রিপুরা থেকে আগর গাছের চারা চেয়েছে উত্তরাখন্ড সরকার। ত্রিপুরার বন দফতর আজ রেলযোগে ১০০ আগর গাছের চারা পাঠিয়েছে। এখন প্রমাণিত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনেকের জন্য অনুপ্রেরণা যুগিয়ে চলেছেন।
সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগর নির্ভর অর্থনীতির দীশা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রস্তাবে অত্যন্ত সন্তষ্ট হয়েছেন এবং সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে, ত্রিপুরা সরকার আগর নিয়ে শিল্প স্থাপনে নয়া নীতি প্রণয়ন করেছে। ত্রিপুরায় আগর নিয়ে বিকল্প অর্থনীতির সম্ভাবনায় অনুপ্রাণিত হয়েছে উত্তরাখন্ড সরকার। তাঁরাও উত্তরাখন্ডের মাটিতে আগর চাষ করতে চাইছে। তাই, ত্রিপুরা সরকারের কাছে আগর গাছের চারা চেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা সরকারের বন দফতরের জনৈক আধিকারিক বলেন, মাস খানেক আগে উত্তরাখন্ড সরকারের বন দফতর থেকে চিঠি এসেছে। তাঁরা ওই চিঠিতে আগর গাছের চারা পাঠানোর অনুরোধ জানিয়েছে। ত্রিপুরা থেকে ওই চারা তাঁরা ক্রয় করে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, উত্তরাখন্ড সরকারের ওই আবেদনের ভিত্তিতে ১০০ আগর গাছের চারা আজ রাজধানী এক্সপ্রেসে দিল্লি পাঠানো হয়েছে। দিল্লি থেকে তাঁরা ওই চারা সংগ্রহ করবেন। তাঁর কথায়, আরও অনেক রাজ্য আগর গাছের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তাই, আগামী সেপ্টেম্বরে আগর নিয়ে ক্রেতা-বিক্রেতা সমাবেশ হবে ত্রিপুরায়।