শ্রীনগর, ২৪ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় প্রতিদিনই জঙ্গি নিকেশ অভিযানে ছোট-বড় সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। বান্দিপোরা জেলার সুম্বলার এলাকার শোকবাবা জঙ্গলের ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর থেকে বান্দিপোরা জেলার সুম্বলার এলাকার শোকবাবা জঙ্গলে সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু, সেই প্রস্তাবে কর্ণপাত না করে জঙ্গিরা গুলি চালাতে থাকে। প্রত্যুত্তরে সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। সংঘর্ষে নিকেশ হয়েছে দু’জন অজ্ঞাতপরিচয় জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও অভিযান চলছে, এমনটাই জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ।

