নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : পেগাসাস কাণ্ড নিয়ে এখন ঝড় চলছে কেন্দ্রীয় রাজনীতিতে। এমতাবস্থায় এ নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে এক বিশেষ তদন্তকারী দল গড়ার আবেদন জমা পড়ল। আবেদনটি জমা করেছেন এমএল শর্মা নামক এক আইনজীবী। তাঁর দাবি, পেগাসাস কেলেঙ্কারি অত্যন্ত চিন্তার বিষয় এবং ভারতের গণতন্ত্র, আইন ব্যবস্থা এবং নিরাপত্তার ওপর এক কড়া আক্রমণ। তিনি আরও বলেছেন, এই বহুল এবং হিসাব বহির্ভূত নজরদারি নৈতিকতার বিরোধী।
সুপ্রিম কোর্টে জমা পড়া আবেদনে বলা হয়েছে, ‘প্রায়ই যেমন দাবি করা হয়, গোপনীয়তা শুধুমাত্র লুকিয়ে থাকার ইচ্ছা নয়। এটা প্রত্যেকের একটা নিজস্ব জায়গা যেখানে তাঁর অস্তিত্ব এবং চিন্তাভাবনা অন্যের সুবিধার যন্ত্র হয়ে উঠবে না। মর্যাদা এবং প্রতিনিধিত্বের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার গুরুত্বপূর্ণ অঙ্গ।’
জনস্বার্থ মামলাটিতে বলা হয়েছে, সারভেইল্যান্স প্রযুক্তি সংস্থাগুলো দিন দিন বিশ্বজনীন নিরাপত্তা এবং মানবাধিকারের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ২০১৬ সাল থেকে প্রায় ৫০,০০০ ফোন নম্বরকে নিশানা করেছে ওই এনএসও গ্রুপ, বলে দাবি করা হয়েছে মামলায়। মনে করা হচ্ছে, খুব শিগগিরই এই নিয়ে শুনানি হবে। আবেদনে আরও বলা হয়েছে, ‘পেগাসাস শুধুমাত্র নজরদারির যন্ত্র নয়, এটি একটি সাইবার-অস্ত্র যা ভারতীয় রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। যদি অনুমোদন দেওয়া হয়েও থাকে (যা নিশ্চিত নয়), তবু এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ।’