নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আমরা বাঙালি দল। স্বাধীনতার পর থেকে গোটা দেশে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছে আমরা বাঙালি দল। বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে শিবনগর কলেজ রোডে আমরা বাঙালি দলের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।
তিনি অভিযোগ করেন স্বাধীনতার পর থেকে বাঙালি বিরোধী গভীর চক্রান্ত শুরু হয়েছে। বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আমাদের রাজ্যে তিপরা ল্যান্ডের দাবি তুলে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে। এছাড়া এনআরসি ইস্যুতে বাঙ্গালীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাঙালিরা সংখ্যা গরিষ্ঠ ছিল। নানা চক্রান্ত করে বাঙ্গালীদের সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তুলে দিয়ে রামদেবের রচনা পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করেছে। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি দল। আমাদের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তোলা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ যুক্তদের সতর্ক করে দিয়েছে আমরা বাঙালি দল। এসব বিষয়ে সতর্ক না হলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।