ভোপাল ও বিদিশা, ১৬ জুলাই (হি.স.): রাতের অন্ধকারে প্রায় ৩০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল একটি বালিকা। সেই বালিকাকে উদ্ধার করতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে যান কমপক্ষে ৩০ জন, তাঁদের মধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাণে বাঁচানো সম্ভব হযেছে ১৯ জনকে। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা এলাকায়। মধ্যপ্রদেশের মন্ত্রী বিশ্বাস সারঙ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, মৃত্যু হয়েছে ৪ জনের। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।
রাত তখন ন’টা হবে, কুয়োর ভিতরে পড়ে যায় একটি বালিকা। কয়েকজন ওই বালিকাকে উদ্ধার করতে কুয়োয় নামেন, সেই সময় অনেকেই কুয়োর ধারে দাঁড়িয়েছিলেন। আচমকাই সিমেন্টের আস্তরণ ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে কুয়োর ভিতরে পড়ে যান কমপক্ষে ৩০ জন। সেই সময় কুয়োয় জলের গভীরতা ছিল প্রায় ২০ ফুট। বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন। শুক্রবার রাত পর্যন্ত কুয়োর ভিতর থেকে ৪টি দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

