Vaccinated against Coronavirus : রাজ্যে এখনও পর্যন্ত ২৭,০৫,৫০৬ জনকে করোনার টিকা দেয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ১৬ জানুয়ারি থেকে সারাদেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া মিশন মোডে শুরু হয়েছে৷ অনুরূপভাবে রাজ্যে করোনার টিকাকরন চলছে জোর গতিতে৷ গত ১১ জুলাই পর্যন্ত রাজ্যে ২৭,০৫, ৫০৬ জনকে টিকার আওতায় আনা হয়েছে৷ এর মধ্যে প্রথম ডোজ ২০৫৮০৪৪ জনকে দেওয়া হয়েছে৷ আর ৬৪৭৪৬২ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷ অর্থাৎ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭৮.৪৩ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৪.৬৭ শতাংশ৷

রবিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ সিব জয়সওয়াল৷ তিনি বলেন রাজ্যে ইতিমধ্যে ৪৫ ঊর্ধে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৯৬৮০৪ জনকে৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৩৭৫০৪ জনকে৷ অর্থাৎ প্রথম ডোজ দেওয়া হয় ৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় ৫৩.৯৩ শতাংশ৷ ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯১০৯৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৪১২৭ জন৷ প্রথম ডোজ ৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ১.৫৫ শতাংশ দেওয়া হয়েছে৷ ১১ জুলাই পর্যন্ত রাজ্যে ২১৮১১০ ডোজ মজুত রয়েছে বলে জানান তিনি৷

তিনি বলেন স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকে টিকাকরণের বিশেষ গুরুত্ব দিয়ে আসছে৷ কারণ যেহেতু করোনা থাবা রাজ্যে বিস্তার লাভ করে ডেল্টা প্লাস হয়েছে তাই টিকাকরণ নিয়ে কোনোরকম ঢিলেমি করতে চাচ্ছে না স্বাস্থ্য দপ্তর৷ তবে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা আসতে হবে৷ এবং টিকাকরণে সকলকে সহযোগিতা করতে হবে৷ তাহলে সংক্রমনের সাথে প্রতিরোধ করার ক্ষমতা মানুষের মধ্যে উঠে আসবে৷ অর্থাৎ টিকাকরণ, নমুনা পরীক্ষা এবং সচেতনতার বিশেষ নজর দিয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা৷