Covid Tripura : আট সপ্তাহ বাদে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি

আগরতলা, ১০ জুলাই : প্রায় আট সপ্তাহ বাদে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। সাথে দৈনিক সংক্রমণও কিছুটা কমেছে। সুস্থতাও স্বস্তি দিচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১১ জন করোনা আক্রান্ত, কোন মৃত্যু নেই এবং ৪৪১ জন সুস্থ হয়েছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১৪১৭ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৫৮২৫ জন মোট ৭২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ২৮ জন এবং রেপিড এন্টিজেনে ৩৮৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪১১ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার কমে হয়েছে ৫.৬৮ শতাংশ।


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৪১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭১৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৯৯৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৫৪৭৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৩.৬৭ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০১ শতাংশ। নতুন করে কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭০৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, গত মে মাসের প্রথম সপ্তাহের পর গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু হয়নি, এমন তথ্য মিলেছে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতর পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ৯৭ জন, দক্ষিন জেলায় ৬১ জন, গোমতি জেলায় ৫১ জন, ধলাই জেলায় ৪২ জন, সিপাহীজলা জেলায় ২৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩৭ জন, ঊনকোটি জেলায় ৬৫ জন এবং খোয়াই জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *