শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): কাশ্মীরে ২৪ ঘন্টার ব্যবধানে ৫ জন জঙ্গিকে নিকেশ করে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এই সাফল্যের জন্য পুলিশ ও সুরক্ষা বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। জম্মু ও কাশ্মীরে কুলগাম, পুলওয়ামা ও কুপওয়ারা জেলায় প্রথক তিনটি এনকাউন্টারে নিকেশ হয়েছে ৫ জন সন্ত্রাসবাদী।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার জোডার এলাকায় কুলগাম পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিকেশ হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। আবার পুলওয়ামা জেলার পুচল এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার মেহরাজুদ্দিন হালওয়াই ওরফে উবাইদ। সবমিলিয়ে বিগত ২৪ ঘন্টার ব্যবধানে কাশ্মীরে নিকেশ হয়েছে ৫ জন সন্ত্রাসবাদী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “কাশ্মীরে ২৪ ঘন্টায় নিকেশ ৫ জঙ্গি। কোনও ক্ষয়ক্ষতি ছাড়া এই অভিযানের জন্য পুলিশ ও সুরক্ষা বাহিনীকে অভিনন্দন।
বৃহস্পতিবার সকালে কাশ্মীরে আইজিপি জানিয়েছেন, “বুধবার রাতে কুলগাম ও পুলওয়ামা থেকে দু’টি তথ্য পেয়েছিলাম আমরা। কুলগাম থেকে আমরা জানতে পারি দু’জন লস্কর জঙ্গি জাতীয় সড়কে হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে। অভিযান চালায় সেনাবাহিনী ও কুলগাম পুলিশ, নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। উভয় জঙ্গি স্থানীয়।” আইজিপি আরও জানিয়েছেন, “পুলওয়ামাতে একটি গ্রামে লুকিয়ে ছিল দুই জঙ্গি। পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়, ওই দুই জঙ্গিকে আত্মসমর্পণের জন্য বলা হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে, আমরা পাল্টা জবাব দিলে দুই জঙ্গি খতম হয়। ওই দুই জঙ্গি স্থানীয় ও লস্করের সঙ্গে যুক্ত। ২৪ ঘন্টায় মোট ৫ জঙ্গি নিকেশ হয়েছে।”