বার্লিন, ৬ জুলাই (হি.স.): করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির ভয় তো রয়েছেই, তা সত্ত্বেও ভারত এবং ব্রিটেন-সহ বিশ্বের পাঁচটি দেশের নাগরিকের জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল সেই দেশের সরকার। ফলে শুধুমাত্র কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখালেই প্রবেশ করা যাবে জার্মানিতে। বুধবার (৭ জুলাই) থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনের জানিয়েছেন, বুধবার থেকে ভারত-সহ পাঁচটি দেশের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি। তবে নিষেধাজ্ঞা উঠলেও ওই দেশগুলির নাগরিককে জার্মানিতে ঢুকতে গেলে বাধ্যতামূলক ভাবে কোভিভ নেগেটিভ হতে হবে।
করোনার ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে ভারত, ব্রিটেন, নেপাল, রাশিয়া এবং পর্তুগালের মতো দেশের নাগরিকের উপর জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল সে দেশের সরকার। জার্মানিতে ডেল্টা প্রজাতিতে সংক্রমিতদের সন্ধান মিলেছে, যদিও কোভিড টিকার মাধ্যমে তার নিয়ন্ত্রণ সম্ভব বলেও দাবি করেছেন সে দেশের স্বাস্থ্যকর্তারা। তাই ভারত-সহ ওই পাঁচটি দেশের উপর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি সরকার।