চড়িলামে বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ, শিক্ষকরা বেতন বন্ধ রাখার অভিযোগ

আগরতলা, ৩০ জানুয়ারি: ননজলা সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেবনাথ, শিক্ষক খুরসেদ আলম এবং শিক্ষিকা নাসরিন সুলতানা চড়িলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন।

তাদের অভিযোগ, বিদ্যালয় পরিদর্শক সময়ের আগে স্কুল থেকে চলে যাওয়ার জন্য তিনজন শিক্ষকের বেতন আটকে রেখেছেন এবং শোকজ নোটিশ দিয়েছেন। প্রধান শিক্ষক সুনীল দেবনাথ জানিয়েছেন, তিনি বিদ্যালয় আসার ১০ মিনিট আগে মিড ডে মিলের জন্য গ্যাস সিলিন্ডার আনতে গিয়েছিলেন।

খুরসেদ আলম স্ত্রী অসুস্থ হওয়ায় হাসপাতালে গিয়েছিলেন। নাসরিন সুলতানা গর্ভবতী এবং বিদ্যালয় ছুটি হওয়ার চার মিনিট আগে বাড়ি ফিরছিলেন। এই ন্যূনতম কারণে আমাদের বেতন বন্ধ করা হয়েছে অভিযোগ করেন শিক্ষকরা। তারা জানান, ডেপুটি ডিরেক্টর রুদ্রদীপ নাথকে বিষয়টি জানানো হয়েছে যিনি বিদ্যালয় পরিদর্শককে বেতন চালু করার নির্দেশ দিয়েছিলেন। তবে এরপরও বেতন এখনো প্রদত্ত হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, চড়িলাম বিদ্যালয় পরিদর্শক শুক্রবারের নামাজসহ ধর্মীয় কার্যক্রমে বাধা দিচ্ছেন এবং অফিসের দুই সহকর্মী বিপ্লব ও পার্থের মাধ্যমে সমস্ত কাজকর্ম চালাচ্ছেন। শিক্ষকরা জানিয়েছেন, উত্তম কুমার দত্তের এই আচরণ অধীনের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত ভয়াবহ এবং অমানবিক।

শুক্রবার দুপুরে ননজলা বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে শিক্ষকরা সংবাদমাধ্যমের সামনে বলেন, বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে আমরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছি এবং দ্রুত বেতন চালু করার দাবী জানাচ্ছি।

Leave a Reply