নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : দেশের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে কুষ্ঠরোগ নির্ণয় ও মাল্টি-ড্রাগ চিকিৎসা পরিষেবা চালু থাকার ফলে কুষ্ঠমুক্ত ভারতের লক্ষ্যে অগ্রগতি অব্যাহত রয়েছে বলে শুক্রবার জানাল কেন্দ্রীয় সরকার।
প্রতি বছর ৩০ জানুয়ারি, মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে ভারত পালন করে জাতীয় কুষ্ঠ দিবস। কুষ্ঠরোগে আক্রান্ত মানুষের প্রতি গান্ধীজির আজীবন সেবার স্বীকৃতিস্বরূপ এই দিনটি পালন করা হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানায়, ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম-এর আওতায় সরকার কুষ্ঠরোগ নির্মূল এবং রোগ ঘিরে সামাজিক কুসংস্কার ও কলঙ্ক দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রকের এক্স পোস্টে বলা হয়েছে,
“সারা দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনামূল্যে নির্ণয়, চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে কুষ্ঠমুক্ত ভারতের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা জারি রয়েছে। আসুন, আমরা সকলে মিলে কুষ্ঠরোগ সংক্রান্ত কলঙ্ক দূর করি এবং সকলের মর্যাদা ও পরিচর্যা নিশ্চিত করি।”
কুষ্ঠরোগ বা হ্যানসেন’স ডিজিজ একটি দীর্ঘমেয়াদি সংক্রামক রোগ, যার কারণ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই জীবাণু। এটি প্রধানত ত্বক, স্নায়ু, শ্বাসনালীর উপরের অংশের মিউকোসা এবং চোখকে প্রভাবিত করে।
শারীরিক জটিলতার পাশাপাশি, কুষ্ঠরোগে আক্রান্তরা প্রায়শই সামাজিক বৈষম্য ও অপমানের শিকার হন। তবে রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য, এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু হলে অক্ষমতা ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
ভারত ডিসেম্বর ২০০৫-এ জাতীয় স্তরে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে কুষ্ঠরোগ নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করে। এর মানদণ্ড ছিল প্রতি ১০ হাজার জনসংখ্যায় একটির কম সংক্রমণ।
মার্চ ২০২৫ পর্যন্ত দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৬৩৮টি জেলা এই মানদণ্ড অর্জন করেছে। জাতীয় স্তরে কুষ্ঠরোগের প্রাদুর্ভাবের হার কমে দাঁড়িয়েছে প্রতি ১০ হাজারে ০.৫৭।
বর্তমানে এনএলইপি-এর লক্ষ্য ২০২৭ সালের মধ্যে “জিরো ট্রান্সমিশন, জিরো লেপ্রসি” অর্জন করা। এর জন্য প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, বিনামূল্যে এমডিটি প্রদান এবং সামাজিক কলঙ্ক কমাতে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
এই কর্মসূচির আওতায় দেশের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কুষ্ঠরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একাধিক পরিষেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে কুষ্ঠরোগ নির্ণয় ও মাল্টি-ড্রাগ থেরাপি, রোগীদের জন্য মাইক্রোসেলুলার রাবারের বিশেষ জুতো, বিভিন্ন সহায়ক উপকরণ, আলসার পরিচর্যার জন্য সেলফ-কেয়ার কিট, গ্রেড–২ বিকৃতিতে আক্রান্ত রোগীদের জন্য পুনর্গঠনমূলক অস্ত্রোপচার এবং রোগীদের সহায়তায় ১২,০০০ টাকার কল্যাণ ভাতা।
স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, চিকিৎসা না করালে কুষ্ঠরোগ ধীরে ধীরে স্থায়ী অক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। সংক্রমণ সাধারণত চিকিৎসাবিহীন আক্রান্ত ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার সময় নাক ও মুখের নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়।
কুষ্ঠরোগকে একটি উপেক্ষিত উষ্ণমণ্ডলীয় রোগ হিসেবে চিহ্নিত করা হয়। এখনও ১২০টিরও বেশি দেশে এই রোগ বিদ্যমান, এবং বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ২ লক্ষ নতুন সংক্রমণের খবর পাওয়া যায়।

