আগরতলা, ৩০ জানুয়ারি: আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে আজ ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী এডিসি নির্বাচনের রূপরেখা এবং রণকৌশল তৈরি হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তবে শরিক দল তিপ্রা মথার সঙ্গে জোটে যাবেন কিনা সে প্রশ্ন ফের একবার হাওয়ায় উড়িয়ে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, সামনেই এডিসি নির্বাচন। ফলে দলীয় কর্মীদের নিয়ে রণকৌশল তৈরি করার লক্ষ্যেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনে এডিসি এলাকায় ২৮টি আসনেই লড়াই করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তিনি বলেন, বিধানসভায় তিপ্রা মথার সঙ্গে শরিক হলেও এডিসিতে তারা বিরোধী। ফলে তাদের সঙ্গে জোট হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি, সেটি পরের ব্যাপার।
তিনি আরো বলেন, উন্নয়নের মাধ্যমেই এডিসি নির্বাচনের প্রচার অভিযান করা হবে। বিজেপি মানেই উন্নয়ন, তাই জনজাতি অংশের মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে। তারা বুঝতে পেরেছে, বিজেপি শুধুমাত্র জনজাতিদের উন্নয়ন করতে পারে। তিনি আরো বলেন, পাহাড়ে একটি কেন্দ্রীয় দল প্রয়োজন। স্থানীয় দলের শাসনের ফলে পাহাড়ের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। তাই পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে বিজেপিই একমাত্র ভরসা বলে দাবি মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার।
এই দিনের এই সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর সহ অন্যান্য দলীয় নেতৃত্ব গন।

