প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬–এর সেরা কুচকাওয়াজ ও ট্যাবলো পুরস্কার প্রদান, নৌবাহিনী ও মহারাষ্ট্র শীর্ষে

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬ উপলক্ষে সেরা কুচকাওয়াজ দল ও সেরা ট্যাবলো–র পুরস্কার আজ নয়াদিল্লিতে প্রদান করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ট্যাবলো বিভাগে “গণেশোৎসব: আত্মনির্ভরতার প্রতীক” থিমের জন্য মহারাষ্ট্র সেরা ট্যাবলো পুরস্কার পায়। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে জম্মু ও কাশ্মীর এবং কেরল।
তিন বাহিনীর মধ্যে সেরা কুচকাওয়াজ কন্টিনজেন্টের পুরস্কার জেতে ভারতীয় নৌবাহিনী। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অন্যান্য সহায়ক বাহিনীর বিভাগে দিল্লি পুলিশ সেরা কুচকাওয়াজের সম্মান পায়।
কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরগুলির ট্যাবলো বিভাগে সংস্কৃতি মন্ত্রক “বন্দে মাতরম্ – এক জাতির আত্মার আহ্বান” শিরোনামের ট্যাবলোর জন্য সেরা পুরস্কার অর্জন করে। এছাড়া “বন্দে মাতরম্ – ১৫০ বছর পূর্তি স্মারক” উপস্থাপনার জন্য সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট-কে বিশেষ পুরস্কার দেওয়া হয়। “বন্দে মাতরম্: ভারতের চিরন্তন অনুরণন” শিরোনামের পরিবেশনার জন্য একটি নৃত্যদলও বিশেষ সম্মানে ভূষিত হয়।
মাইগভ পোর্টালে আয়োজিত জনভোটের ভিত্তিতে জনপ্রিয় পছন্দ বিভাগে অসম রেজিমেন্ট এবং সিআরপিএফ সেরা কুচকাওয়াজ কন্টিনজেন্টের পুরস্কার পায়। সেরা ট্যাবলো বিভাগে গুজরাট প্রথম, উত্তরপ্রদেশ দ্বিতীয় এবং রাজস্থান তৃতীয় স্থান অধিকার করে। কেন্দ্রীয় মন্ত্রকগুলির জনপ্রিয় পছন্দ বিভাগে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতর শীর্ষে থাকে।

Leave a Reply