দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত ৭ বছরের স্কুলছাত্রী

আগরতলা, ৩০ জানুয়ারি : দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ৭ বছরের এক স্কুলপড়ুয়া ছাত্রী। ওই ঘটনায় বিশালগড় পূর্ব গকুলনগর স্কুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের যাওয়ার জন্য শিশুটি রাস্তা পার করছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি বাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় দমকলকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা শিশুটির অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আহত শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply