আগরতলা, ২৮ জানুয়ারি : সড়ক সুরক্ষা দিবসের দিনেই এক মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশালগড়ে। আজ দুপুরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার এসকর্ট গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় বাইক আরোহী মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত লকডাইন বাজার এলাকায় সড়ক সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে এক সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। বিশালগড়, মধুপুর ও মহিলা থানার যৌথ উদ্যোগে এবং জেলা পুলিশ সুপারের নির্দেশে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, জেলাশাসকসহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই সময় মন্ত্রীর এসকর্ট গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা অমর চাঁদ চৌধুরী। তিনি প্রাক্তন প্রধানশিক্ষক।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

