জাতীয় স্তরে ত্রিপুরার গর্ব: নয়াদিল্লিতে ৬ষ্ঠ প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নিল ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির ক্যাডেটরা

আগরতলা, ২৭ জানুয়ারি: জাতীয় স্তরে ফের গর্বের মুহূর্ত এনে দিল ত্রিপুরা। ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি -এর ক্যাডেটরা নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়ে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। এই সাফল্য ব্যাটালিয়নের কঠোর শৃঙ্খলা, নিষ্ঠা ও উচ্চমানের প্রশিক্ষণেরই প্রতিফলন।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ এনসিসি ক্যাডেটদের কাছে অন্যতম সর্বোচ্চ সম্মানের বিষয়। সেই সম্মান অর্জনের মাধ্যমে ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক রচিত হলো।

৬ষ্ঠ রিপাবলিক ডে প্যারেডে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিত্ব করা ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির ক্যাডেটরা হলেন— আন্ডার অফিসার কৃষ্ণ বৈষ্ণব, আন্ডার অফিসারমানস প্রতিম বৈশ্য,
ক্যাডেট (সিডিটি) জয়দীপ সাহা, ক্যাডেট (সিডিটি) আকাশ জমাটিয়া।

এই প্যারেডে অংশগ্রহণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক প্রদর্শনী নয়, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি কঠোর প্রশিক্ষণ, উৎকৃষ্ট আচরণ এবং ঐক্য, শৃঙ্খলা ও জাতীয় সেবার আদর্শে অবিচল প্রতিশ্রুতি। ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির ক্যাডেটরা তাঁদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে জাতীয় মঞ্চে ত্রিপুরা ও সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সম্মান বৃদ্ধি করেছেন।
এই সাফল্য ত্রিপুরা, এনসিসি এবং রাজ্যের যুবসমাজের জন্য অত্যন্ত গর্বের। পাশাপাশি এটি ভবিষ্যতের এনসিসি ক্যাডেট ও ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে, যাতে তারা উৎকর্ষের পথে এগিয়ে এসে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে। ১৫ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসির সকল ক্যাডেট ও সংশ্লিষ্ট আধিকারিকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজ্যবাসী।

Leave a Reply