রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা

ধর্মনগর, ২৭ জানুয়ারি: আনন্দবাজার এলাকার অন্তর্গত মধুবন ২ নং এডিসি ভিলেজে গতকাল গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ‘পুংকই ট্রেডার্স’ নামে একটি রাবার কারখানার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫৫ টন (৫৫ কুইন্টাল) রাবার সিটসহ গোডাউন ধ্বংস হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টাকা বলে জানিয়েছেন কারখানার মালিক প্রীতম চন্দ্র নাথ।

কারখানার মালিক জানান, প্রতিদিনের মতো গতকাল কাজ শেষ করে তিনি সন্ধ্যায় আনন্দবাজারে হরিনাম সংকীর্তনে অংশ নেন। সেখান থেকে রাত প্রায় ১০টার সময় বাড়ি ফিরে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হঠাৎ আগুনের শব্দ অনুভব করলে তিনি বাইরে বেরিয়ে দেখেন তাঁর কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে।

তাৎক্ষণিকভাবে তিনি অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে ধর্মনগর থেকে দুটি, পানিসাগর থেকে একটি এবং কদমতলা থেকে একটি অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত কারখানাটি রক্ষা করা সম্ভব হয়নি।

মালিকের দাবি, কারখানায় মজুত থাকা রাবার সিটের ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় ৯৫ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে। এছাড়া কারখানার ভবন নির্মাণে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় হয়েছিল। সব মিলিয়ে তাঁর মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। এই বিপুল ক্ষতিতে দিশেহারা হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন কারখানার মালিক।
অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply