আগরতলা, ২৭ জানুয়ারি: পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা আরডি ব্লকের অন্তর্গত কাম্বুকছড়া এসবি স্কুল মাঠে আজ ১২৪ নং ব্যাটেলিয়ান সিআরপিএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার যুবকদের জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ ও সক্রিয় হয়ে উঠতে পারে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১২৪ নং ব্যাটেলিয়ান সিআরপিএফের কমান্ডেন্ট রাবিশ কুমারসহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমান্ডেন্ট রাবিশ কুমার জানান, সিআরপিএফ শুধু দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করে না, পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে এলাকার মানুষের সাংস্কৃতিক, মানসিক ও দৈহিক বিকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, এই ধরনের সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সিআরপিএফ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা আরও দৃঢ় হয়। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় মানুষজন ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

