আগরতলা, ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কদমতলা ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের লালছড়া সাব সেন্টার সংলগ্ন এলাকা থেকে একটি সন্দেহজনক ইলেকট্রনিক যন্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ওই স্থানে পড়ে থাকা একটি অচেনা ইলেকট্রনিক বস্তু দেখতে পেয়ে সন্দেহ করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। প্রথমে তারা মনে করেন, এটি একটি ড্রোন, কিন্তু পরবর্তীতে দেখা যায়, এটি একটি ইলেকট্রনিক যন্ত্র।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ডিভাইসটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি ইলেকট্রনিক যন্ত্র বলে মনে করা হলেও, সেটি ঠিক কী ধরনের ডিভাইস, এর ব্যবহার বা কার্যকারিতা কী এবং কোথা থেকে বা কী উদ্দেশ্যে এটি ওই স্থানে রাখা হয়েছিল—তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ডিভাইসটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

