১৩০-তম ‘মন কি বাত’ শ্রবণে রামনগর মণ্ডলের উদ্যোগ, উপস্থিত মেয়র দীপক মজুমদার

আগারতলা, ২৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’–এর ১৩০-তম পর্বে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের ভাবনা ও বার্তা ভাগ করে নেন। এদিন সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও বিভিন্ন জেলায় সংগঠন, মণ্ডল ও বুথ স্তরে বিজেপি কর্মী-সমর্থকরা একযোগে অনুষ্ঠানটি শ্রবণ করেন।
রামনগর মণ্ডলের উদ্যোগে কের চৌমুহনী এলাকায় বিশেষভাবে ‘মন কি বাত’ শ্রবণের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তিনি স্থানীয় কর্মী ও বাসিন্দাদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান ঘিরে কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। দেশ গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ, ইতিবাচক উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিতরা।

Leave a Reply