হিমাচল প্রদেশের রাজ্যত্ব দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: হিমাচল প্রদেশের রাজ্যত্ব দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তাঁরা রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং বাসিন্দাদের বীরত্বের ভূয়সী প্রশংসা করেন।

প্রতি বছর ২৫ জানুয়ারি হিমাচল প্রদেশে রাজ্যত্ব দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনেই পাহাড়ি রাজ্যটি ভারতের ১৮তম রাজ্য হিসেবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। এর আগে ১৯৫৬ সালে এটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়েছিল এবং ১৯৬৬ সালে এর ভৌগোলিক বিস্তার ঘটে। দিনটি রাজ্যের পূর্ণ রাজ্যত্বের ঐতিহাসিক যাত্রাকে স্মরণ করায়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ দেওয়া বার্তায় বলেন, “হিমাচল প্রদেশের রাজ্যত্ব দিবস উপলক্ষে রাজ্যের সকল বাসিন্দাকে আন্তরিক অভিনন্দন জানাই। দেবভূমি হিসেবে আধ্যাত্মিক ঐতিহ্য এবং বীরদের ভূমি হিসেবে সাহসিকতার উত্তরাধিকার বহন করে হিমাচলের মাটি। প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত আশীর্বাদ এই রাজ্যকে অসাধারণ আকর্ষণীয় করে তুলেছে।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, হিমাচল প্রদেশের পরিশ্রমী মানুষ জাতি গঠনে এবং দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। রাজ্যের সকল মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মিলনস্থল হিমাচল প্রদেশের সকল সদস্যকে রাজ্যত্ব দিবসের আন্তরিক শুভেচ্ছা। তাঁদের অসাধারণ প্রতিভা ও বীরত্বের মাধ্যমে রাজ্যের মানুষ সর্বদা মাতৃভূমির সেবা করে এসেছেন। দেবভূমির মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সমৃদ্ধি কামনা করি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বার্তায় বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক চেতনা এবং সাংস্কৃতিক গৌরবে সমৃদ্ধ হিমাচল প্রদেশ যেন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে থাকে।”

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা, যাঁর শিকড় হিমাচল প্রদেশে, তিনিও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বীরত্ব, সাহস এবং সনাতন সভ্যতার বিস্তৃত ইতিহাসে সমৃদ্ধ ও অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভূষিত দেবভূমি হিমাচলের রাজ্যত্ব দিবসে সকল বাসিন্দাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেবভূমি যেন সমৃদ্ধি ও অগ্রগতির পথে দৃঢ়ভাবে এগিয়ে চলে, সেই প্রার্থনা করি।”

Leave a Reply