জাতীয় ভোটার দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, গণতন্ত্র শক্তিশালী করতে ভোটদানে আহ্বান

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণতন্ত্রের চেতনাকে সম্মান জানাতে সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটদানে অংশগ্রহণই ‘বিকশিত ভারত’ গঠনের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

প্রতি বছর ২৫ জানুয়ারি ভারতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করেই এই দিনটি উদযাপিত হয়। দিবসটির লক্ষ্য হল ভোটারদের সম্মান জানানো, যুব সমাজকে ভোটদানে উৎসাহিত করা, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা এবং সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরা।

এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি বলেন, জাতীয় ভোটার দিবস আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্বাসকে আরও গভীর করার দিন। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত সকলকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভোটার হওয়া শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। এই অধিকারই প্রতিটি নাগরিককে ভারতের ভবিষ্যৎ গঠনে নিজের মত প্রকাশের সুযোগ দেয়। আসুন, আমরা সক্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করি এবং বিকশিত ভারত গঠনে অবদান রাখি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, সংবিধান প্রতিটি ভোটারকে সমান ক্ষমতা দিয়েছে এবং একটি সঠিক ভোট দেশকে সঠিক দিশা দেখাতে পারে। তিনি বলেন, ভোটব্যবস্থাকে সুরক্ষিত রাখা এবং কোনও বহিরাগত প্রভাব যাতে তা দূষিত করতে না পারে, তা নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে.পি. নাড্ডা বলেন, “এই দিনটি আমাদের গণতন্ত্রের শক্তি এবং প্রতিটি ভোটের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। ভোটদান শুধু একটি গণতান্ত্রিক অধিকার নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক দায়িত্ব।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “জাতীয় ভোটার দিবসে আমরা ভারতের গণতন্ত্রের শক্তিকে স্মরণ করি, যা অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।” তিনি নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে যুব সমাজসহ সকলের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয় ভোটার দিবস ২০২৬-এর থিম হল ‘My India, My Vote’ এবং ট্যাগলাইন ‘Citizen at the Heart of Indian Democracy’।

ভারতের নির্বাচন কমিশন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একটি সাংবিধানিক সংস্থা। এখন পর্যন্ত কমিশন ১৮টি লোকসভা নির্বাচন এবং ৪০০-রও বেশি রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনা করেছে। পাশাপাশি রাজ্যসভা, রাজ্য বিধান পরিষদ, পুদুচেরি ও দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনও কমিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

Leave a Reply