নয়াদিল্লি, ২৫ জানুয়ারি:
দেশবাসী, বিশেষ করে শিল্প ও স্টার্টআপের সঙ্গে যুক্ত যুবসমাজকে উৎপাদনে গুণমানের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ আকাশবাণীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন, ভারতের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে এবং বিশ্ব এখন ভারতের দিকে নজর রাখছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যা কিছু উৎপাদিত হয় তার মান উন্নত করার সংকল্প নিতে হবে। উৎকর্ষকেই মানদণ্ড হিসেবে স্থির করার আহ্বান জানিয়ে তিনি লালকেল্লা থেকে দেওয়া তাঁর ‘জিরো ডিফেক্ট, জিরো ইফেক্ট’ বার্তা পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, এই পথেই ‘বিকশিত ভারত’-এর যাত্রা ত্বরান্বিত করা সম্ভব।
জাতীয় ভোটার দিবস প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের আত্মা হলেন ভোটার। কোনও যুবক বা যুবতী প্রথমবার ভোটার হলে গোটা পাড়া, গ্রাম বা শহরের মানুষ একত্রিত হয়ে তাকে অভিনন্দন জানানো এবং মিষ্টি বিতরণের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আগামীকাল প্রজাতন্ত্র দিবস উদযাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই দিনেই সংবিধান কার্যকর হয়েছিল এবং এটি সংবিধানের প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ।
ভারতীয় সংস্কৃতিতে ভজন ও কীর্তনের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, আজকের যুবসমাজ ভক্তির চেতনাকে তাদের জীবনযাত্রা ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে। এর ফলেই এক নতুন সাংস্কৃতিক ধারা তৈরি হয়েছে, যা ‘ভজন ক্লাবিং’ নামে পরিচিতি পাচ্ছে এবং বিশেষ করে জেন জেড প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।
মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক সংরক্ষণ প্রচেষ্টার প্রশংসা করে তিনি জানান, সেখানে ৫০০-রও বেশি তামিল স্কুল রয়েছে, যেখানে তামিল ভাষার পাশাপাশি অন্যান্য বিষয়ও তামিলে পড়ানো হয়। তেলুগু ও পাঞ্জাবির পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। গত মাসে মালয়েশিয়া ইন্ডিয়া হেরিটেজ সোসাইটি আয়োজিত ‘লাল পাড় শাড়ি’ আইকনিক ওয়াকের কথাও উল্লেখ করেন তিনি, যা বাংলার সংস্কৃতির সঙ্গে বিশেষভাবে যুক্ত।
প্রধানমন্ত্রী জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হবে।

