আগরতলা, ২৫ জানুয়ারি: চুরি যাওয়া দুটি স্কুটি উদ্ধার করে এক চোরকে আটক করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার।
তিনি জানান, গত ২২ জানুয়ারি সেবিকা দেববর্মা নামে এক মহিলার স্কুটিটি তার কোয়ার্টারের সামনে থেকে চুরি যায়। ঘটনার পর ২৪ জানুয়ারি তিনি এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত সুমন নমঃ নামে এক ব্যক্তিকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কাছ থেকে আরও একটি স্কুটির সন্ধান মেলে, যা প্রায় দুই মাস আগে চুরি হয়েছিল। তদন্তে নেমে পুলিশ মোট দুটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে, অভিযুক্ত সুমন নমঃকে আজ আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে যুক্ত আরও তথ্য ও ঘটনার সন্ধান পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

