ডুম্বুরে পর্যটন উন্নয়নে কেন্দ্র-রাজ্যের যৌথ পদক্ষেপ, মাতাবাড়ি সার্কিট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদয়পুর, ২৫ জানুয়ারি : রাজ্যের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আধুনিক করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ ডুম্বুরের নারিকেল কুঞ্জ প্রাঙ্গণে “মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট” প্রকল্পের আওতাধীন একাধিক উন্নয়নমূলক পর্যটন অবকাঠামোর শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া।

এই অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই প্রকল্পের অধীনে নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডুম্বুরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক লগ হাট নির্মাণ, মাল্টিপারপাস কার পার্কিং ব্যবস্থা, আধুনিক ক্যাফেটেরিয়া এবং পর্যটকবান্ধব অন্যান্য অবকাঠামো গড়ে তোলা।

জানা গেছে, প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

সরকারের এই পদক্ষেপকে রাজ্যের পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply