আগরতলা, ২৫ জানুয়ারি: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করা হল বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে। উল্লেখ্য, জমি দালালি ও জমি মাফিয়াগিরির অভিযোগে বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, জমি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে রাজীব সাহাকে এয়ারপোর্ট থানায় নিয়ে এসে কয়েক ঘন্টা ধরে টানা জেরা চালান পুলিশ আধিকারিকরা। জেরার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে জমি দখল, অবৈধ লেনদেন ও দালালি সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে।
দলীয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিজেপি ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য-এর নির্দেশক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাজিব সাহা পুলিশের হাতে গ্রেফতার হন এবং অভিযোগিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়।

