উত্তর প্রদেশ প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছার বার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

লখনউ, ২৪ জানুয়ারি: উত্তর প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক সামাজিক মাধ্যমে বার্তায় উত্তর প্রদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির এই ভূমি ভারতের উন্নয়নের যাত্রায় এক দৃঢ় স্তম্ভ হিসেবে কাজ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে উত্তর প্রদেশ ধারাবাহিক অগ্রগতির পথে এগিয়ে চলবে এবং রাজ্যের পরিশ্রমী ও প্রতিভাবান মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যবাসীকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, উত্তর প্রদেশের নাগরিকরা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে অমূল্য অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের নিষ্ঠা এবং ‘ডাবল ইঞ্জিন’ সরকারের প্রচেষ্টায় গত নয় বছরে উত্তর প্রদেশ একটি বিমারু রাজ্য থেকে এক আদর্শ প্রদেশে পরিণত হয়েছে। তিনি আরও জানান, উত্তর প্রদেশের বিপুল সম্ভাবনা দেশের গতিশীল অগ্রগতিতে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়ে বলেন, সনাতন সংস্কৃতির ঐতিহ্যে লালিত এবং গঙ্গা-যমুনার পবিত্র ভূমি উত্তর প্রদেশ সংস্কৃতি, ভক্তি, শক্তি ও দৃঢ় সংকল্পের পথে দেশকে নিরন্তর এগিয়ে নিয়ে গেছে। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের অধীনে উত্তর প্রদেশ উন্নয়ন ও বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি কামনা করেন, রাজ্য যেন অগ্রগতির পথে অবিচল থাকে।

Leave a Reply