আগর শিল্পের উন্নয়নে বড় উদ্যোগ, ধর্মনগরে পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ধর্মনগর, ২৪ জানুয়ারি : আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা উত্তর ফুলবাড়ীতে অবস্থিত মামন ইন্ডাস্ট্রির আগর কারখানা পরিদর্শন করেন উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক-এর কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরিদর্শনকালে তিনি আগর শিল্পের সঙ্গে যুক্ত বিক্রেতা ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বড়গোলে আগর মার্কেটের উন্নয়নে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কমন আগর প্রসেসিং ইউনিটের শিলান্যাস করেন। এই শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায় ও শান্তনা চাকমা, বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা পুলিশ সুপার অভিনাশ রাই, বনদপ্তরের আধিকারিকবৃন্দসহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ত্রিপুরার কদমতলা ও আসামের গোলাঘাট এলাকাকে কেন্দ্র করে আগর শিল্পের আরও বিস্তৃত উন্নয়ন সাধন করা হবে। তিনি জানান, আগর শিল্পকে ঘিরে ত্রিপুরা সরকার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে। আগরের মাধ্যমে ত্রিপুরাকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলাই কেন্দ্র সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, আগর শিল্পের বিকাশের ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

Leave a Reply