আগরতলা, ১৯ জানুয়ারি: সুশাসনের দাবি থাকলেও বাস্তবে শিক্ষা ব্যবস্থার চিত্র যে কতটা বেহাল, তারই এক উদ্বেগজনক ছবি উঠে এল কাঞ্চনপুর মহকুমার কর্নজয় চৌধুরী পাড়া মাধ্যমিক স্কুলে। অভিযোগ, স্কুলে ছাত্রছাত্রীরা নিয়মিত উপস্থিত থাকলেও প্রাইমারি সেকশনে শিক্ষকদের দেখা মেলে না। ফলে প্রায়ই বন্ধ থাকছে পঠনপাঠন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাতটায় স্কুল শুরু হওয়ার নিয়ম থাকলেও নির্ধারিত সময়ে শিক্ষকরা স্কুলে আসেন না। অনেকদিন ধরেই এই অনিয়ম চলে আসছে বলে অভিযোগ অভিভাবকদের। এর ফলে পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের।
এক অভিভাবক জানান, আমরা নিয়মিত আমাদের সন্তানদের স্কুলে পাঠাই। কিন্তু স্কুলে গিয়ে দেখি শিক্ষক নেই। পড়াশোনা না হওয়ায় বাচ্চারা দিন দিন পিছিয়ে পড়ছে।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও স্পষ্ট উত্তর মেলেনি। তবে শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অবিলম্বে বিষয়টির তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না বলেই মত সচেতন মহলের। এখন দেখার, সংশ্লিষ্ট দপ্তর কবে ব্যবস্থা নেয়।

