বিধায়ক উন্নয়নের প্রথম অর্থ থেকে কৃষ্ণনগর ছাত্র সংঘকে অ্যাম্বুল্যান্স প্রদান করলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৮ জানুয়ারি: বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে সরকারি অর্থ প্রাপ্তির প্রক্রিয়া শুরু হতেই উন্নয়নমূলক কাজে হাত দিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা এলাকার নির্বাচিত বিধায়ক দীপক মজুমদার।

বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রথম পর্যায়ের অর্থ থেকে রবিবার কৃষ্ণনগর এলাকার ছাত্র সংঘের হাতে জনস্বার্থে ব্যবহারযোগ্য একটি অ্যাম্বুল্যান্স তুলে দেন তিনি। এই অ্যাম্বুল্যান্সটি এলাকার সাধারণ মানুষের জরুরি চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, এলাকার মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যয় করা হবে। স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রামনগর বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply