নদিয়া থেকে গ্রেফতার ৪ কোটি বিনিয়োগ প্রতারণার মূলচক্রী, ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সিবিআই-এর

নদিয়া/আগরতলা, ১৮ জানুয়ারি : ত্রিপুরায় প্রায় ৪ কোটি টাকার চিটফান্ড ও বিনিয়োগ প্রতারণা মামলার মূল অভিযুক্ত তপন প্রামাণিককে রবিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআই সূত্রে জানানো হয়েছে, ধৃত তপন প্রামাণিককে নদিয়ার একটি আদালতে পেশ করে ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়েছে।

সিবিআই জানায়, মাঠ পর্যায়ের যাচাই, শারীরিক নজরদারি এবং বিস্তারিত কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের ভিত্তিতেই অভিযুক্তের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তপন প্রামাণিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ২০২৩ সালের ১৬ জানুয়ারি ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে বিশেষ সিবিআই আদালত তাঁকে ‘পলাতক’ হিসেবে ঘোষণা করে।

সিবিআই সূত্রে আরও জানানো হয়েছে, চিটফান্ড মামলায় অভিযুক্ত তপন প্রামাণিক এম.পি.এস. অ্যাগ্রো-অ্যানিম্যাল প্রোজেক্টস লিমিটেড-এর ডিরেক্টর ছিলেন। অভিযোগ অনুযায়ী, সংস্থার এজেন্টদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে প্রতারণা করে প্রায় ₹৩ থেকে ₹৪ কোটি টাকা সংগ্রহ করা হয়। পরে ওই সংগৃহীত অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ।

ত্রিপুরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির ভিত্তিতে সিবিআই ২০১৩ সালের ৮ অক্টোবর এই মামলাটি রুজু করে। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ অক্টোবর মূল চার্জশিট এবং ২০১৯ সালের ৩১ মে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে সিবিআই। তবে তদন্তে সহযোগিতা না করায় এবং দীর্ঘদিন পলাতক থাকায় তপন প্রামাণিকের বিরুদ্ধে পলাতক হিসেবে চার্জশিট দাখিল করা হয়।

সিবিআই জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও দীর্ঘদিন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। ট্রায়াল চলাকালীন একাধিকবার তাঁকে ধরতে চেষ্টা করা হলেও সফলতা আসেনি। অবশেষে রবিবার নদিয়া জেলা থেকে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।

উল্লেখ্য, এমপিএ অ্যাগ্রো-অ্যানিম্যালস প্রোজেক্টস লিমিটেড নামে যে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে, সেটি ২০০৮ সালের ২৬ ডিসেম্বর নিবন্ধিত একটি পাবলিক আনলিস্টেড সংস্থা। সংস্থার কার্যালয় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত। সংস্থাটি কৃষি ও কৃষি-সংলগ্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং চুক্তিভিত্তিক বা ফি-ভিত্তিক পরিষেবা প্রদান করত বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply