দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুঙ্গিয়াকামি স্টেশনে থামল আগরতলা–শিলচর এক্সপ্রেস

আগরতলা, ১৭ জানুয়ারি : দীর্ঘদিনের দাবি পূরণ হল অবশেষে। শনিবার থেকে মুঙ্গিয়াকামি রেল স্টেশনে যাত্রাবিরতি শুরু করল ১৫৬৬৩/১৫৬৬৪ আগরতলা–শিলচর এক্সপ্রেস ট্রেন। এই খবরে স্বস্তি ও আনন্দে ভাসছেন মুঙ্গিয়াকামি-সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ।

জানা যায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা গত ২৮ নভেম্বরে মুঙ্গিয়াকামি স্টেশনে আগরতলা–শিলচর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন। সেই আবেদনের প্রেক্ষিতেই ভারত সরকারের রেল দপ্তর থেকে অনুমোদন মেলে।

অনুমোদন কার্যকর হওয়ার পর শনিবার মুঙ্গিয়াকামি রেল স্টেশনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ট্রেন যাত্রাবিরতির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ কৃতি সিং, রেলওয়ের আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এটি এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। জনগণের স্বার্থে আমি রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম। আজ সেই আবেদনের সুফল মিলেছে। এই ট্রেন যাত্রাবিরতির ফলে মুঙ্গিয়াকামি ও আশপাশের এলাকার মানুষ আগরতলা ও শিলচরের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই নতুন যাত্রাবিরতির ফলে শুধু যাতায়াতই নয়, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটায় রেল দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার মানুষজন।

Leave a Reply