চুরি যাওয়া স্কুটি ও বাইক উদ্ধার, ধৃত ১

আগরতলা, ১৭ জানুয়ারি : পুলিশি অভিযানে চুরি যাওয়া দুটি স্কুটি ও বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। সাথে এক যুবককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে স্কুটি চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করেছেন সুকান্ত পাল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজের চোরের হদিশ পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় অশ্বিনি মার্কেট এলাকায় কমল দেবের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে। পাশাপাশি নম্বরবিহীন আরও একটি স্কুটি ও বাইক বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত স্কুটি ও বাইকের মালিকের সন্ধান পেতে পুলিশ অভিযানে নেমেছে।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে এসডিপিও পারমিতা পান্ডে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply